৬নং এনায়েতপুর ইউনিয়ন পরিষদ
মহাদেবপুর , নওগাঁ
মাসিক সভাসমূহ:-
এনায়েতপুর ইউনিয়নে (শুক্রবার,শনিবার সরকারী ছুটির দিন বাদে) মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় বিভিন্ন খাত ও কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এই সকল কাজ ও খাত বিষয়ের উপর ভিত্তি করে মাসিক সভার রেজুলেশন তৈরি করা হয়। এবং মাসিক সভার রেজুলেশন ৫ দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়।
- খাত ওকর্মকান্ডসমূহ
-
*প্রকল্প তৈরির পর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য,আনুমানিক ব্যয় নির্ধারণ।
প্রকল্প বাস্তবায়ন ।
*প্রকল্প মূল্যায়ণের সময় ভবিষ্যতের জন্য সতর্কতা এবং প্রয়োজনীয় সংশোধনী বিষয়ে মত ।
*ইউনিয়ন পরিষদের ভি,জি,ডি ও ভি,জি,এফ কমিটিতে সচিব,সদস্য, গ্রামপুলিশের মধ্যে দায়িত্ব বন্টন ।
*ইউনিয়ন পরিষদের ট্যাক্স বহির তালিকা দেখে রিলিফ বা সাহায্য কোন কোন দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টন করা ।
বিভিন্ন কর্মসূচী প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ণের নথি সংরক্ষণ করা।
-
তাছাড়া আইন- শৃংখলা , ভি জি ডি , নারীও শিশু পাচার, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা , কৃষি সহ বিভিন্ন কার্যক্রম করা হয়।